
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ১১:১২ পিএম
নারায়ণগঞ্জে চোরাই বাল্কহেড চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩০ টন মালামাল উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২ পিএম

নারায়ণগঞ্জ নৌ পুলিশের অভিযানে চোরাই বাল্কহেড কেটে বিক্রয় চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের অভিযানে চোরাই বাল্কহেড কেটে বিক্রয় চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় প্রায় ৩০ টন ওজনের কাটা অংশ উদ্ধার করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি নদীর ঘাট থেকে ‘এমবি মাছিয়াতা দরবার শরীফ’ নামক একটি বালুবাহী বাল্কহেড সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। তবে পথিমধ্যে স্টাফরা পরিকল্পিতভাবে বাল্কহেডটি চুরি করে অজ্ঞাতপরিচয় স্থানে সরিয়ে নেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে।
নৌ পুলিশ হেডকোয়ার্টার্স এই তথ্য পাওয়ার পর নারায়ণগঞ্জ নৌ পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
ডিএমপি ঢাকার শ্যামপুর থানার সহায়তায় পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে একজন আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে ৪১১টি কাটা অংশ (ওজন প্রায় ৩০ টন) উদ্ধার করা হয়।
পরবর্তীতে, ডিএমপি ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের আরও তিনজন সদস্য—শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মোঃ শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০)—কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মামলা করা হয়েছে। অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।