Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় সবজি বোঝাই পিকআপভ্যান খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে পিকআপভ্যানের চালক ও হেলপার রয়েছেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নরসিংদী থেকে পিকআপভ্যানটি শসা বোঝাই করে গাজীপুরের জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জের নোয়াপাড়া এলাকায় পৌঁছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের ধারণা, তারা পিকআপভ্যানের চালক, হেলপার ও শসা ব্যবসায়ী ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

অনুসরণ করুন