Logo
Logo
×

সারাদেশ

নালিতাবাড়ি সীমান্তে ২ হাজার ১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ পিএম

নালিতাবাড়ি সীমান্তে ২ হাজার ১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ

ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে ভারত থেকে পাচারের সময় ২ হাজার ১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছে বিজিবি।

বুধবার (২৯ জানুয়ারি) ভোরে উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া সীমান্ত এলাকা থেকে এই মাংস উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচারের গোপন সংবাদ পেয়ে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবির একটি দল সমশ্চুড়া সীমান্তে অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ফ্রিজিং গাড়ি ভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি ও গরুর মাংস জব্দ করা হয়। গাড়িটির নম্বর ছিল ঢাকা মেট্রো-ট ১১-৭০-৬৮।

হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান, জব্দকৃত গরুর মাংস নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন