
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০৯:২৯ এএম
১৬ দিন পর পণ্যবাহী কার্গো ছেড়ে দিল আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ পিএম

পণ্যবাহী সেই কার্গো বোট। ছবি : সংগৃহীত
অবশেষে ১৬ দিন পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে আটক থাকা একটি পণ্যবাহী কার্গো বোট। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টায় বোটটি ছেড়ে দেয়, যা বর্তমানে টেকনাফ বন্দরে নোঙর করা হয়েছে।
এর আগে গত ২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজতে থাকা ৩টি কার্গো বোট মুক্ত হয়ে টেকনাফ বন্দরে পৌঁছেছিল।
গত ১৬ জানুয়ারি মিয়ানমারের ইয়াংগুন থেকে টেকনাফ বন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় ৪টি কার্গো বোট আটক করে আরাকান আর্মি। আটক হওয়া কার্গোগুলোতে ছিল ৫০ হাজার বস্তা শুটকি, সুপারি, কপি ও অন্যান্য মালামাল। এরপর ২০ জানুয়ারি ৩টি কার্গো বোট মুক্তি পায়, যেখানে ২৭,৭২২ বস্তা মালামাল ছিল। ১ ফেব্রুয়ারি অবশেষে শেষ কার্গো বোটটিও মুক্ত হয় এবং টেকনাফ বন্দরে পৌঁছায়।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিজিবির সহায়তায় ৩টি কার্গো আগেই মুক্ত হয়েছিল। শেষ বোটটিও বন্দরে পৌঁছেছে এবং কার্যক্রম শেষে মালামাল খালাস করা হবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ১৬ দিন পর কার্গো বোটটি মুক্ত হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তি পেয়েছেন। তবে এ ঘটনার পর থেকে ইয়াংগুন থেকে আর নতুন কোনো কার্গো আসেনি, যা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয়।
আমদানিকারক মোহাম্মদ উল্লাহ জানান, আমাদের ১৬শ’ বস্তা শুটকি এই কার্গোতে ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর এটি ফিরে পাওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরও একটি কার্গো বোট বন্দরে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন মালামাল খালাসের কার্যক্রম পরিচালনা করবে।
তবে টানা ১৬ দিন কার্গো আটকে থাকায় ব্যবসায়িক কার্যক্রমে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন সংশ্লিষ্টরা।