
প্রিন্ট: ১০ জুলাই ২০২৫, ০১:০২ এএম
কঠোর নিরাপত্তায় শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:০১ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ী নেজামের অধীনে এই ছয় দিনব্যাপী ইজতেমা হবে দুই পর্বে এবং এর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইজতেমাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে ইজতেমা ময়দানে বিশাল চটের ছাউনি দেওয়া হয়েছে এবং বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনিযুক্ত পৃথক কামরা তৈরি করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ইজতেমা ময়দান পরিদর্শন করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন। জিএমপির কমিশনার ড. নাজমুল করীম খান জানিয়েছেন, এবারের ইজতেমায় নিরাপত্তার স্বার্থে ১৬টি ওয়াচ টাওয়ার, ২০টি মোবাইল টিম ও ২০টি চেকপোস্ট থাকবে এবং পুরো ইজতেমা মাঠ সিসিটিভির আওতায় আনা হয়েছে।
তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমা হজরত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি, ১ ও ২ ফেব্রুয়ারি এবং বিরতিহীনভাবে দ্বিতীয় পর্ব ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
৬৪টি জেলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ৩১ জানুয়ারি শুরু হওয়া ইজতেমার প্রথম পর্বে গাজীপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, নাটোরসহ ৪১টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন। দ্বিতীয় পর্বে মুন্সীগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জসহ ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
মুসল্লিদের সুবিধার্থে সেনাবাহিনী ৫টি এবং বিআইডব্লিউটিএ একটি অস্থায়ী পল্টুন ব্রিজ নির্মাণ করেছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য অর্ধশতাধিক ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করা হয়েছে।
মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে।