Logo
Logo
×

সারাদেশ

লালমনিরহাটে সুরঙ্গ করে সোনালী ব্যাংকে চুরির চেষ্টা, এলাকাজুড়ে আতঙ্ক

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০২:২০ পিএম

লালমনিরহাটে সুরঙ্গ করে সোনালী ব্যাংকে চুরির চেষ্টা, এলাকাজুড়ে আতঙ্ক

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের সোনালী ব্যাংক বড়বাড়ী উপ-শাখায় সুরঙ্গ করে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত দেড়টার দিকে সদর উপজেলার এই শাখায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকের চারপাশ ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ব্যাংকের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ব্যাংকের পিয়ন সন্দেহজনক শব্দ শুনে টের পান এবং চিৎকার করেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ব্যাংকের পেছনের দেয়ালে একটি সুরঙ্গ দেখতে পান। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেন।

ব্যাংকে থাকা টাকা বা গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়নি বলে নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী। তিনি বলেন, "একটি সংঘবদ্ধ চক্র সুরঙ্গ করে ব্যাংকে ঢোকার চেষ্টা করেছিল। তবে তারা কিছু নিতে পারেনি। ব্যাংকের সবকিছু ঠিকঠাক রয়েছে।"

এই ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানান, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং অনুসন্ধান চলছে। তবে এ মুহূর্তে চুরি বা ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করতে তারা রাজি হননি।

পুলিশ জানিয়েছে, এই চুরির চেষ্টায় কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। এলাকার সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এই ঘটনায় ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন