Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে তিতাসের অভিযানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৫৯ এএম

নারায়ণগঞ্জে তিতাসের অভিযানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) পরিচালিত এই অভিযানে ৮০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাসের নেতৃত্বে এবং তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে মিজমিজি এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। অভিযানে চারটি কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে গ্যাস সংযোগের দায়ে কারখানার মালিকদের জরিমানা করা হয়।

সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মতিন সড়কের মুদি কয়েল ফ্যাক্টরিতে অভিযানকালে তিনটি অবৈধ সোর্স পয়েন্ট কেটে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ধনু হাজি রোড মসজিদ গলিতে নাজ কিং ও আসমানি সুপার গোল্ড নামক কয়েল কারখানাতেও অভিযানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে, কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই সড়কে ব্ল্যাক কিলার কয়েল ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিভিন্ন পাইপ এবং হোস জব্দ করা হয়।

অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সোনারগাঁওয়ের মিরেরটেক ও হাতুড়িপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আরেকটি অভিযান পরিচালিত হয়। এতে চারটি স্পটে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন এবং ৩০০টি বাড়ির ৮০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিভিন্ন পাইপ অপসারণ এবং জব্দ করা হয়। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কেটে দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন