Logo
Logo
×

সারাদেশ

সাঈদীর সেই প্যারেড ময়দানে ওয়াজ করবেন আজহারী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ এএম

সাঈদীর সেই প্যারেড ময়দানে ওয়াজ করবেন আজহারী

ছবি : সংগৃহীত

১৯ বছর পর চট্টগ্রাম নগরের চকবাজার প্যারেড মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই মাহফিল অনুষ্ঠিত হবে, যার শেষ দিনে প্রধান মুফাচ্ছির হিসেবে অংশ নেবেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।

প্রথমবারের মতো এই তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে জনপ্রিয় ইসলামি বক্তা প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অনুপস্থিতিতে। তিনি দীর্ঘ ২৯ বছর একাধারে এই মাহফিলে তাফসীর করে গেছেন।

২০০৬ সালের ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি প্যারেড ময়দানে সর্বশেষ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রধান আকর্ষণ ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। পরবর্তী দুই বছর তত্ত্বাবধায়ক সরকার মাহফিলের অনুমতি দেয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আবার তাফসির মাহফিল আয়োজনের চেষ্টা করে। কিন্তু ২৯ মার্চ ২০০৯ সালে সরকারের নির্দেশে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) প্যারেড ময়দানে ১৪৪ ধারা জারি করে এবং তখন থেকে মাহফিল বন্ধ হয়ে যায়।

বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামী নানা টানাপোড়েনে কাটিয়েছে, দলের অনেক কেন্দ্রীয় নেতাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দলটির রাজনীতি নিষিদ্ধ করা হয়। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয় জেলখানাতেই।

এবারই প্রথম দেলাওয়ার হোসাইন সাঈদীর অনুপস্থিতিতে মাহফিল অনুষ্ঠিত হবে। জানা গেছে, এবার মাহফিলের মূল আকর্ষণ হিসেবে থাকবেন মাওলানা মিজানুর রহমান আজহারী, যিনি মাহফিলের পঞ্চম ও শেষ দিনে তাফসীর করবেন।

শনিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, ‌‘এবারের তাফসির মাহফিলের প্রস্তুতি আরও আগে থেকে শুরু হয়েছে। তাফসির এন্তেজামিয়া কমিটি ও ১৯টি সাব-কমিটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আশা করছি, মাহফিলে বিপুল সংখ্যক শ্রোতা অংশ নেবেন। তাই সমাবেশের সংকুলান ও শ্রবণের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একসময় মাহফিলের মূল আকর্ষণ থাকতেন দেলাওয়ার হোসাইন সাঈদী। তাঁর অনুপস্থিতিতে এবারের আকর্ষণ মিজানুর রহমান আজহারী, যিনি প্রখর মেধাবী তরুণ ইসলামী স্কলার। বাংলা ছাড়াও তিনি বহু ভাষায় তাফসীর করে থাকেন। মাহফিলের শেষ দিনে তিনি তাফসীর করবেন, যা নিশ্চয়ই শ্রোতাদের ভালো লাগবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন