Logo
Logo
×

সারাদেশ

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের ঘটনায় ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সাজা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের ঘটনায় ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সাজা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে সনদ বাতিল, স্থায়ী বহিষ্কার ও সনদ স্থগিতসহ বিভিন্ন শাস্তি আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৮৭ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রেজিস্ট্রার দপ্তর জানায়, আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় একজনকে স্থায়ীভাবে বহিষ্কার, দুইজনকে স্থায়ী বহিষ্কারসহ স্নাতকের সনদ বাতিল, দুইজনের স্নাতকোত্তর সনদ বাতিল, আরও দুইজনের সনদ এক বছরের জন্য স্থগিত এবং ৯ জনকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি, হলের সিট দখল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আবু নাঈম আব্দুল্লাহ এবং অপর ছাত্রলীগ নেতা মাহফুজুর রাজ্জাক অনিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক ফাহাদ বিন সাঈদ ও আহসান হাবীবকে অতর্কিতভাবে হামলা ও মারধর করে আবু নাঈম আব্দুল্লাহর অনুসারীরা।

এই ঘটনার পরই, বিশ্ববিদ্যালয় প্রশাসন শেখ মুজিবুর রহমান হলের তৎকালীন প্রভোস্ট মাসুম হাওলাদারকে সভাপতি এবং তৎকালীন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিকে সদস্যসচিব করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন