প্রবালদ্বীপে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বেশ কয়েকটি রিসোর্ট

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:০৯ এএম

ছবি : সংগৃহীত
সেন্টমার্টিনের প্রবালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। দ্বীপে ফায়ার সার্ভিসের অভাবই বড় ধরনের ক্ষতির মূল কারণ বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, মধ্যরাতে আগুনে শায়রী, বিচ ভ্যালি এবং কিংশুক রিসোর্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। দ্বীপে উন্নতমানের অগ্নি নির্বাপণ যন্ত্রপাতির অভাবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, যার ফলে ক্ষতির পরিমাণ বেড়ে গেছে। তবে, সৌভাগ্যক্রমে কোনো পর্যটক বা স্থানীয় বাসিন্দা হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মতে, দ্বীপে সাধারণত বর্জ্য পোড়ানোর জন্য নির্ধারিত বালিয়াড়িতে আগুন দেওয়া হয়। এই আগুন থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
সেন্টমার্টিন দ্বীপে ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার অভাব দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। এ ঘটনা নতুন করে সেই অভাবের বিষয়টি তুলে ধরেছে এবং এর ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অগ্নিকাণ্ডের পর দ্বীপের বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন, তবে উন্নত সরঞ্জামের অভাবে তারা সফল হতে পারেননি। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের প্রতি দ্বীপে জরুরি সেবা উন্নয়নের দাবি উঠেছে।