Logo
Logo
×

সারাদেশ

মাধবপুরে ট্রাকচাপায় তিন নারী শ্রমিকের মৃত্যু

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম

মাধবপুরে ট্রাকচাপায় তিন নারী শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাতপরিচয় ট্রাকচাপায় তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার স্কয়ার কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বানিয়াচঙ্গ উপজেলার মজলিশ পুর গ্রামের মনসুর মিয়া মেয়ে উর্মী আক্তার (২০)। একই জেলার নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহ মেয়ে দিলারা বেগম (৩২) এবং একটি কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)। আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন নারী সকালে একটি টমটম দিয়ে শাহজিবাজার স্থানীয় একটি কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিল।ওই সময় ঘন কুয়াশার মধ্যে ঢাকাগামী একটি ট্রাক তাদের বহন করা টমটমে পেছনে ধাক্কা দিলে টমটম উল্টে দুমড়ে মুচড়ে গিয়ে তিন নারী প্রাণ হারান।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে। ঘটনার পর স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন