Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম

নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় দিগু বাবুর বাজারের পৌর মার্কেটের তৃতীয় তলায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের সহকারী পরিচালক এসএম শাহজাহান।

মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন বলেন, "আমাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আমরা মনে করি সুবিধাবঞ্চিত শ্রমিকদের পাশে থাকা প্রয়োজন। এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস, যা ধারাবাহিকভাবে চলবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমিকদের পাশে থাকবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফয়সুল, সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্না, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন