Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৫

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৭:২১ পিএম

বগুড়া সদরে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। রবিবার (৭ জুলাই) বিকালে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শহরের সেউজগাড়ি জামতলা এলাকায় বৈদ্যুতিক তারের সঙ্গে রথযাত্রার গাড়ির উঁচু মাথা আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন