Logo
Logo
×

সারাদেশ

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয় : ড. মঈন খান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০১:১২ এএম

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয় : ড. মঈন খান

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশে এক ইসলামী সম্মেলনে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। কোনো অপশক্তি এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না।

তিনি বলেন, কিছু স্বার্থপর মানুষ নিজেদের দূরভিসন্ধি পূরণ করার চেষ্টা চালাচ্ছে। দেশের ভেতর ও বাইরের কিছু অপশক্তি মিথ্যা খবর তৈরি করে বিভিন্ন রকমের অপচেষ্টা চালাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেনো আমরা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একসঙ্গে বসবাস করে যাব।

সম্মেলনে ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইকবালসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন