Logo
Logo
×

সারাদেশ

শিবগঞ্জ ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ এএম

শিবগঞ্জ ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড

ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইউএনও অফিসের নৈশপ্রহরী সুমন ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ করে ইউএনও অফিসে বিকট শব্দ শোনা যায়। পরে অফিসের ভেতর গিয়ে দেখি আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ইউএনও স্যারকে ফোন দিলে তিনি (ইউএনও) ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ঘটনাস্থলে পাঠান। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সামছুল আলম বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। ইতোমধ্যেই অফিসের প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে। তবে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন