Logo
Logo
×

সারাদেশ

আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ৩

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ৩

প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ২০-৩০ জন আহত হন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ কাজ করছে। কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মধ্যেরচর এলাকার মতিউর রহমান শিকদারের ছেলে আক্তার শিকদার (৪২), আক্তার শিকদারের ছেলে মারুফ শিকদার (২০) এবং খুনেরচর গ্রামের সিরাজুল চৌকিদার (৩৫)। আক্তার শিকদার বাঁশগাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। আর সিরাজুল পেশায় কৃষক ও দিনমজুর ছিলেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘ বছর ধরে একই ইউনিয়নের ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একাধিক কক‌টেল বি‌স্ফোরণ হয়। এতে তিনজন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০-৩০ জন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহত আক্তার মেম্বার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার মেম্বার ও তার ছেলেসহ তিনজন নিহত হন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন