আড়াইহাজারে ‘ডাকাত’ পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রামবাসীর পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই ডাকাতের ‘সহযোগী’ এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।
নিহত মো. বিল্লাল ওরফে বিল্লাল ডাকাত (৪৫) একই ইউনিয়নের নারান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে। পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিল্লালের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত নয়টি মামলা রয়েছে বলে জানান ওসি এনায়েত।
স্থানীয় লোকজন ও প্রাথমিক তদন্তের বরাতে এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে ছয়-সাতজনের একদল ডাকাত কাহেন্দী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী তাদের ধাওয়া দেয়৷ পরে বিল্লালকে ধরতে পারলে তাকে বেধড়ক মারধর করেন লোকজন৷ এ সময়ে ডাকাতদলের এক নারী সহযোগীকেও মারধর করেন গ্রামবাসী।
আহত ২৫ বছর বয়সী ওই নারী পুলিশি হেফাজতে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানান এনায়েত হোসেন।
তবে চিকিৎসাধীন ওই নারী সাংবাদিকদের বলেন, তিনি একজন যৌনকর্মী। গ্রামবাসীর চিৎকার শুনে ভয়ে তিনিও দৌঁড়ে পালানোর চেষ্টা করেন৷ গ্রামবাসী তখন তাকে ধাওয়া দিলে তিনি একটি একটি পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে তুলে তাকে মারধর করা হয়।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসির ভাষ্য, ওই নারীও ডাকাতদলের সদস্য। এ ডাকাত দলটি সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করে। এ সময় যানবাহন থামাতে নারী সদস্যরা সহযোগিতা করে থাকেন।
নিহত বিল্লালের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷ আজ দুপুর ২টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।