Logo
Logo
×

সারাদেশ

দিনাজপুরে পাথরবোঝাই ট্রাকে ধানবাহী ট্রাকের ধাক্কা, নিহত ২

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ এএম

দিনাজপুরে পাথরবোঝাই ট্রাকে ধানবাহী ট্রাকের ধাক্কা, নিহত ২

ছবি : সংগৃহীত

দিনাজপুর ঘোড়াঘাটে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে ধানবোঝাই ট্রাকের চালক এবং চালকের সহকারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের অন্তর্গত কষিগাড়ি আলিশা ফুড এন্ড বেভারেজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। 

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার বোদা থানা থেকে বগুড়া জেলার শেরপুরগামী ধানবাহী ঢাকা মেট্রো- ট ১৩-৪২৫৪ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাকের পিছনে ধাক্কা লাগে৷ ঘটনাস্থলেই ধানবোঝাই ট্রাকের চালক নিহত হন এবং চালকের সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। 

নিহত ব্যক্তিরা হলেন, ধানবাহী ট্রাকের ড্রাইভার বগুড়া জেলার শেরপুর উপজেলার সাধু বাড়ি গ্রামের মগর আলীর ছেলে ইসমাইল হোসেন (৫১) এবং  চালকের সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ী গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪৫)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। ধানবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন