Logo
Logo
×

সারাদেশ

জাহাজ থেকে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার, হাসপাতালে ২ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

জাহাজ থেকে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার, হাসপাতালে ২ জনের মৃত্যু

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামক একটি পণ্যবাহী জাহাজ থেকে ৫ জনের গলাকাটা মরদেহ এবং আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা গেছেন, ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

নিহত ৭ জনের পরিচয় এখনও পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে, আহত একজনের পরিচয় নিশ্চিত করেছেন চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক। আহত ব্যক্তির নাম জুয়েল (২৮)। তাকে জরুরিভিত্তিতে ঢাকায় নেওয়া হচ্ছে, কারণ তার শ্বাসনালী কাটা অবস্থায় পাওয়া গেছে।

কমান্ডার ফজলুল হক ঘটনাস্থল থেকে জানান, সোমবার দুপুরে চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামক পণ্যবাহী জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার হয়। পরে মুমূর্ষু অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ২ জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

তিনি বলেন, জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল এবং চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের পথে যাচ্ছিল। নিহতদের শরীরে দেশি অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, বিশেষ করে গলা ও মাথায়।

অন্যদিকে, নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, দুপুরে পণ্যবাহী নৌযানটির পাঁচটি কক্ষ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের দেশি অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। যেহেতু জাহাজের সার খোয়া যায়নি, তাই ধারণা করা হচ্ছে ঘটনাটি ডাকাতির নয়, বরং শত্রুতা থেকে ঘটতে পারে। নৌযানটির মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন