গাজীপুরে পুড়ে যাওয়া কারখানায় মিলল আরও এক মরদেহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে যাওয়া বোতাম তৈরির কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে ওই কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে তিন জন দাঁড়িয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মজলুম মিয়া, বাড়ি লালমনিরহাট জেলায়। বাবার নাম বাবলু মিয়া।
মেঘনা গ্রুপের এম এন্ড ইউ ট্রিমস (বোতাম) তৈরির কারখানার উৎপাদন ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজার) আবদুর রহমান বলেন, নিহত প্রত্যেকেই রং মিস্ত্রী। তারা কারখানার ভেতরে রংয়ের কাজ করছিলেন। রবিবার মধ্যাহ্ন বিরতির সময় সবাই চলে গেলেও নিহত রং মিস্ত্রীরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ দক্ষিণ পাশের ওয়েস্টজ কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তে তা পশ্চিম পাশের ওয়েস্টেজ গুদামে ছড়িয়ে পড়ে। তবে কারখানার ভেতর রং মিস্ত্রিরা কাজ করার সময় কেমিক্যাল ভর্তি কয়েকটি ড্রাম কয়েকটি ড্রাম বিকট শব্দে বিষ্ফোরণ হওয়ারার সময় তারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) মামুন জানান, আগুনে পুড়ে মরদেহের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় এখনো বাকি দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ক্যামিকেলের ড্রাম বিষ্ফোরণ হওয়ায় আশপাশের পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পাশেই উৎপাদন শেডে ১২০টির মতো ক্যামিকেলের ড্রাম ছিল। আমাদের ফায়ার ফাইটার এবং স্থানীয়দের সহায়তায় ওই ড্রামগুলো বাহিরে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে পেরেছি। তা না হলে আগুণ আরো ভায়াবহ রূপ ধারণ করতো। প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি ওয়েস্ট ক্যামিকেলের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, নিহতদের স্বজন বা পরিবারের লোকজন অভিযোগ দিলি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি এবং তদন্ত কমিটি হয়নি।