Logo
Logo
×

সারাদেশ

ঘন কুয়াশায় ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চালু

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পিএম

ঘন কুয়াশায় ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চালু

সকালে ঘন কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হয়। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট এবং দেড় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে আজ ভোর ৫টা ২০মিনিট থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। অন্যদিকে সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ ছিল ফেরি।

এ সময় রো-রো ফেরি খানজাহান আলী যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। তিনটি ফেরি চিত্রা, হামিদুর রহমান ও ধানসিঁড়ি আরিচা ঘাটে এবং দুইটি ফেরি শাহ আলী ও কিষাণী কাজিরহাট ঘাটে পন্টুনে লোড-আনলোডের অপেক্ষায় থাকে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুটি ফেরি হাসনাহেনা ও কেরামত আলী যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে নোঙর করে থাকে। এছাড়া সাতটি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ডা. গোলাম মাওলা, বনলতা, শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা এবং বাগাইর লোড-আনলোডের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে এবং দুইটি ফেরি ফরিদপুর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাটুরিয়া ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানা গেছে, রাতে কুয়াশা তেমন পড়েনি। সকালের দিকে কুয়াশা পড়তে থাকে এবং কুয়াশার ঘন হয়ে এলে নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। ঝুঁকির কথা বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

আরিচা ঘাটে ট্রাক চালক কুদরত আলী বলেন, তিনি রাজশাহী যাবার উদ্দেশে নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই করে রাত ৩টায় আরিচা ঘাটে আসেন। কুয়াশায় ফেরি বন্ধ থাকায় সকালেও তিনি ফেরি পার হতে পারেননি। ঘাটে আসার পর থেকেই সিরিয়ালে রয়েছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন