BETA VERSION শনিবার, ০৫ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম

Swapno

সারাদেশ

যাথাযোগ্য মর্যাদায় সারাদেশে উদযাপিত হচ্ছে ৫৪তম বিজয় দিবস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম

যাথাযোগ্য মর্যাদায় সারাদেশে উদযাপিত হচ্ছে ৫৪তম বিজয় দিবস

যাথাযোগ্য মর্যাদায় সারাদেশে উদযাপিত হচ্ছে ৫৪তম বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর ৫৪তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির শৌর্যবীর্য ও বীরত্বের অবিস্মরণীয় দিন। তাই, সারাদেশেই রয়েছে লাল-সবুজের বর্ণিল উদযাপন। দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালন করা হচ্ছে বিজয়ের এই উৎসব।

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের জনস্রোত নামে। সুর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিলেটবাসী। এ সময় তারা বলেন, বাঙালি জাতির শৌর্যবীর্য ও বীরত্বের সর্বশ্রেষ্ঠ দিন আজ। স্বাধীনতার ৫৪ বছরে অসাম্প্রদায়িকতার পাশাপাশি জাতীয় স্বার্থে আপোষহীন এবং এক হওয়ার আহ্বান জানান সবাই।

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে চট্টগ্রামের কাট্টলী অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি ‘বিউগল’ বাজিয়ে সশস্ত্র সালাম জানায় পুলিশের চৌকুস দল। পরে যৌথভাবে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ডক্টর জিয়া উদ্দিন ও জেলা প্রশাসক ফরিদা খানম ফুলেল শ্রদ্ধা জানান। এরপরই সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন।

দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন ও তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা হয় রাজশাহীতেও। পরে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

ভোরের আলো ফোটার সাথে সাথেই ব্রহ্মপুত্র পাড়ের পাটগুদাম মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় ময়মনসিংহের সাধারণ মানুষ। শহীদদের স্মৃতিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার। এ সময় বক্তারা বলেন, দিনটি শুধু আনন্দেরই নয় বরং লাখো মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে একটি পতাকা অর্জিত হয়েছে।

এদিকে, বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।

যথাযঠ মর্যাদায় বান্দরবানেও মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথেসাথে স্বস্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও মেঘলাস্থ মুক্তিযোদ্ধ সৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ মুক্তিযুদ্ধ সৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্ণপ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

সাতক্ষীরায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ভোরে তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা জানান সাধারণ মানুষ।

বিজয় দিবস মহান বিজয় দিবস ৫৪তম মহান বিজয় দিবস

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com