Logo
Logo
×

সারাদেশ

দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীর গলায় ফাঁস লাগানো ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ পিএম

দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীর গলায় ফাঁস লাগানো ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীর গলায় ফাঁস লাগানো ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনিতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর গলায় ফাঁস লাগানো ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের আগড়দাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক এক যুবককে আটক করেছে পুলিশ। 

নিহত স্কুলছাত্রী নুসরাত (৯) আগড়দাড়ি গ্রামের রুবেল সরদারের মেয়ে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।

স্কুলছাত্রীর বাবা রুবেল সরদার জানান, তিনি পেশায় একজন দিনমজুর। দুপুরে বাড়িতে ফিরে দেখেন মেয়ে বাড়িতে নেই। স্ত্রী জানায় বাইরে খেলা করছে। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একজনের পুকুরে মরদেহ পাওয়া যায়। গলায় ফাঁস লাগানো, হাত-পা বাঁধা ছিল। কানে দুটি দুল ছিল সেটিও নেই।  

স্থানীয় কুল্ল্যা ইউপি সদস্য আঙ্গুর হোসেন জানান, বাড়ির পাশে খেলা করছিল নুসরাত। সেখান থেকে সে নিখোঁজ হয়। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ি থেকে এক হাজার গজ দূরে সোলাইমান আজিজের পুকুরে মরদেহ পাওয়া যায়।সোলাইমানের স্ত্রী তাদের পুকুরে মরদেহটি দেখতে পায়। মেয়েটিকে কেউ হত্যা করেছে। পুলিশ জনি সরদার নামের একজনকে আটক করেছে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন