Logo
Logo
×

সারাদেশ

আলোচিত সাবেক এসপি বাবুল আক্তারকে নিয়ে চিন্তিত স্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

আলোচিত সাবেক এসপি বাবুল আক্তারকে নিয়ে চিন্তিত স্ত্রী

ছবি : সংগৃহীত

আলোচিত সাবেক এসপি বাবুল আক্তার স্ত্রী হত্যার দায় মাথায় নিয়ে কারাগারে যাওয়ার অল্প কিছুদিন আগে দ্বিতীয়বারের মতোন বিয়ে করেন। অর্থাভাবে তাদের অবস্থাও বেসামাল। এছাড়া দীর্ঘমেয়াদি নানা রোগে আক্রান্ত বাবুল আক্তারের অবস্থা বেশ জটিল।

বুধবার (৪ ডিসেম্বর) স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় ৩ বছর ৭ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বিকেল ৫টা ৩৮ মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি সাদা প্রাইভেটকারে কারাফটক দিয়ে বেরিয়ে আসেন বাবুল আক্তার। কারামুক্ত হওয়ার পর বাবুল আক্তারের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাবুল আক্তারের স্ত্রী নুসরাত জাহান মুক্তা।

কারাফটকে উপস্থিত সাংবাদিকদের কাছে বাবুল আক্তারের স্ত্রী নুসরাত জাহান মুক্তা তার শঙ্কার কথা বলেছেন। তিনি বলেন, তার (বাবুল আক্তারের) নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। এজন্য তাকে কড়া নিরাপত্তায় জেল থেকে বের করা হয়েছে। তবে জেল থেকে বের হয়ে বাবুল আক্তার উপস্থিত সাংবাদিকদের কিছু বলেননি।

বাবুল আক্তারের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন। তিনি জানান, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিনের কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন