Logo
Logo
×

সারাদেশ

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মৃত্যু বেড়ে ৭

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মৃত্যু বেড়ে ৭

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে রেলক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কার ঘটনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। বিকাল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

মৃত ব্যক্তিরা হলেন– বাকশিমুল পূর্বপাড়ার মনির হেসেনের স্ত্রী শাহিনুর আক্তার (৩৩), বাকশিমুল উত্তরপূর্বপাড়ার মনসুর আলীর ছেলে আলী আহমদ (৭৭), পার্শ্ববর্তী খেদাইধুলি গ্রামের আসমত আলীর ছেলে রফিজ আলি (৬৫), বাকশিমুল মির্জাপুকুর পাড় গ্রামের আলী আশরাফের স্ত্রী সফরজান বেগম (৬৫), বাকশিমুল উত্তরপাড়ার আব্দুল মালেকের স্ত্রী লুৎফা বেগম ৬০), তৈয়ব আলীর ছেলে অটোরিকশাচালক শাহজাহান সাজু (৪০), খোদাইধুলি গ্রামের ফজলু মিয়ার স্ত্রী হোসনে আরা (৬০)।

ওসি আজিজুল হক বলেন, সাত জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছেন।

এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি সকালে বুড়িচং উপজেলার কালিকাপুর রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হওয়া তিন জনকে হাসপাতালে নিলে তাদের মধ্যে দুজন মারা যান। আরও একজন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন