Logo
Logo
×

সারাদেশ

অতিরিক্ত পিপিকে গুলি করে হত্যার হুমকি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৪ এএম

অতিরিক্ত পিপিকে গুলি করে হত্যার হুমকি

অতিরিক্ত পিপি মোহাম্মদ শরীফ

চট্টগ্রামে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরকে (পিপি) গুলি করে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পিপি মোহাম্মদ শরীফ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরিতে হুমকিদাতা হিসেবে মো. আকরামুল হোসেন ইমনসহ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। এদিকে আইন কর্মকর্তাদের হুমকির বিষয়ে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী জানান, একজন অতিরিক্ত পিপিকে গুলি করে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কোতোয়ালি থানায় দায়ের করা জিডিতে বলা হয়, গত ২০ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় অবস্থানকালে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ, রক্তাক্ত করে জানে মেরে ফেলার হুমকি দিয়ে বলা হয়, আমি আর আমার খালা মনোয়ারা বেগমের স্বামী মাহমুদুল হক মিলে তোমাকে দিনদুপুরে গুলি করে হত্যা করে তোমার বডি কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুর দিয়ে খাওয়াব। আর চিটাগং কোর্ট বিল্ডিংয়ে গিয়ে তোদের অ্যাডভোকেট চেম্বার বোমা মেরে উড়িয়ে দেব।

জিডিতে আরো বলা হয়, আকরামুল হোসেন ইমন এবং তার বোনের জামাই শাহারিয়ার মোস্তফা নাহিয়ান উভয়েই আমাকে দিনদুপুরে গুলি করে মেরে ফেলার হুমকি প্রদান করেন। যার ফলে আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ধরনের প্রাণনাশের হুমকির ফলে আমার ও আমার পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

অ্যাডভোকেট মোহাম্মদ শরীফ জানান, প্রাণনাশের হুমকি পাওয়ার পরপরই থানা জিডি করেছি। পাশাপাশি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিকে লিখিতভাবে জানিয়েছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন