Logo
Logo
×

সারাদেশ

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

Icon

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০১:৫১ পিএম

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলি বাজারে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। প্রকার ভেদে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এসব পেঁয়াজ ৬০ থেকে ৭৫ টাকা কেজি দরে। 

ব্যবসায়ীরা বলছেন, ভারতে নতুন পেঁয়াজ উঠেছে, যার কারণে দামও কমে যাচ্ছে। এদিকে দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা। 

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা। এক সপ্তাহ আগে যে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিলো পাইকারি বাজারে ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে। আজ তা প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা কেজি হিসেবে। কম দাম পেঁয়াজ কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। 

হিলি বাজারে সবজি কিনতে আসা মালাই লস্কর বলেন, বাজারে পেঁয়াজের দামটা অনেকটা কমে গেছে। এর আগে ১০০ টাকা কেজি কিনেছিলাম। আজ ৭০ টাকা কেজি দরে কিনলাম। তবে যদি আগের স্বাভাবিক দামে কিনতে পারতাম তাহলে আমাদের জন্য ভাল হতো।

বাজারে খুচরা ব্যবসায়ী মোকারম শেখ বলেন, পেঁয়াজের দাম কমেছে। আমরা ভাল মানের পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা পাইকারি কিনে তা খুচরা ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। 

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সাহাবুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। যার কারণে ঐদেশে দাম কমে গেছে। এছাড়াও প্রচুর পেঁয়াজ আমদানি হচ্ছে। আমরা প্রকার ভেদে ৬০ থেকে ৭৫ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি। 

হিলি কাস্টমস কর্মকর্তা শফিউল ইসলামের তথ্যমতে, গত সপ্তাহে ভারতীয় ১২৮ ট্রাকে ৪ হাজার ৯৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন