Logo
Logo
×

সারাদেশ

বকেয়া বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ বেক্সিমকোর শ্রমিকদের

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০২:০১ পিএম

বকেয়া বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ বেক্সিমকোর শ্রমিকদের

গাজীপুর মহানগরের বেক্সিমকোর শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। ছবি : সংগৃহীত

অক্টোবর মাসের বেতনের দাবিতে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। 

রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। 

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছে। এরমধ্যে আরএমজি কারখানার শ্রমিকেরা গেল সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। শনিবার সকাল থেকে রাত সোয়া ৭ টা পর্যন্ত ১০ ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখে। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও দ্বিতীয় দিনের মতো আজ সকাল ৯টার পুনরায় ওই সড়ক অবরোধ করে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে।

এদিকে সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। সড়কের উভয়পাশে তৈরি হয়েছে যানজট। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে ঢাকার সাথে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শ্রমিকরা আজও সড়কে অবস্থান নিয়েছে। বকেয়া বেতন প্রদানে আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবে না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন