Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ২ ভাইয়ের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ পিএম

রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ২ ভাইয়ের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তারা। ওই ঘটনায় দগ্ধ একই পরিবারের আরো চারজন চিকিৎসাধীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম মৃত্যুর তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- মো. সোহেল ও মো. ইসমাইল। 

ডা. তরিকুল ইসলাম জানান, নিহত দুই ভাইয়ের মধ্যে সোহেলের শরীরের ৭০ শতাংশ ও ইসমাইলের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ সকালে তারা মারা গেছেন।

তিনি আরও জানান, ওই পরিবারে মো. বাবুল, শেলী, মুন্নি, তাসলিমার অবস্থা আশঙ্কাজনক। বাবুলের শরীরের ৬৬ শতাংশ, তার স্ত্রী শেলীর ৩০ শতাংশ, মুন্নির ২০ শতাংশ ও তাসলিমার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার ডহরগাও এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় একই পরিবারের ছয় জন দগ্ধ হন। পরবর্তীতে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন