Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে গুলিবর্ষণকারী যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

সোনারগাঁয়ে গুলিবর্ষণকারী যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ ও এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী মাইনুল ইসলাম জিয়া নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, ৭টি টেঁটা, ৩টি চাপাতি এবং একটি গুলির খোসা উদ্ধার হয়। পরে রাত ১২ টার র‌্যাব-১১ অপস্ অফিসার ও ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার মাইনুল ইসলাম জিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাবাড়ি গ্রামের মোজা মিয়ার ছেলে। বর্তমানে তিনি ফতুল্লায় বসবাস করেন। এ ঘটনায় শনিবার (৩১ জানুয়ারি) সকালে র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মো. আরিফুল হক বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২৮ জানুয়ারি বিকেলে সোনারগাঁয়ের পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। উক্ত ঘটনায় মাহি ও জিয়া নামক দুই ব্যাক্তিকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে সাধারণ জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়। বিষয়টি র‌্যাব-১১ এর নজরে আসলে তারা তাৎপর হয়। একপর্যায়ে অভিযানের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মহিববুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন