১৬ বছরের আন্দোলনের ফলেই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটেছে: খায়রুল কবির
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল হিসেবে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। দুই মাসের আন্দোলনে নয়, বরং ১৬ বছরের ধারাবাহিক আন্দোলনের ফলেই জুলাই-আগস্টের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এখন জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছে। তাই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার মাধবদীর কাঠালিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ভোট দেওয়া জনগণের পবিত্র দায়িত্ব। জনগণের ভোটেই নির্ধারিত হবে ভালো মানুষ নাকি খারাপ মানুষ, ভালো দল নাকি খারাপ দল দেশ পরিচালনা করবে। ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে। তাই ব্যক্তি ও দল বিবেচনা করেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিএনপি কখনো ব্যক্তিগত স্বার্থে আন্দোলন সংগ্রাম করেনি কিংবা আপোষ করেনি। আপোষ করলে দলের নেতারা বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন। বেগম খালেদা জিয়ার ওপর দীর্ঘদিন অন্যায় নির্যাতন চালানো হলেও তিনি জনগণের স্বার্থ ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে কোনো আপোষ করেননি।
তিনি আরও বলেন, বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের ভোটে, কখনো পেছনের দরজা দিয়ে নয়। জনগণের কাছে জবাবদিহিতার মাধ্যমেই দেশ পরিচালনা করেছে বিএনপি। গত ১৭ বছরে বিএনপির ওপর ব্যাপক নিপীড়ন, নির্যাতন, গুম-খুন ও হামলা চালানো হলেও দলটির অস্তিত্ব বিপন্ন করা যায়নি। কারণ বিএনপি জনগণের দল, যার শিকড় অনেক গভীরে ।
এ সময় নরসিংদী জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



