Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

রূপগঞ্জে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দলীয় কর্মসূচীতে  তালিকায় কার নাম আগে-পেছনে থাকবে— এই তুচ্ছঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজহার উদ্দিন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহতরা হলেন,এমরাত হোসেন, রিপন ও সবুজ। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার নরাবো এলাকায় এ ঘটনা ঘটে। আজাহার ছিলেন কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি। তিনি নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবারের এক দলীয় কর্মসূচি সফল করতে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয়ে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৈঠকে বসেন। বৈঠকেই কর্মসূচির তালিকায় নামের ক্রমিক নাম্বার নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ ও যুবদল কর্মী রাজিবের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

কথাকাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এ সময় যুবদলকর্মী রাজিবের সহযোগী হাসান ও কয়েকজন মিলে সবুজ, আজাহার, রিপন ও এমরাতের ওপর হামলা চালায়। হামলার সময় আজাহারকে ঘুষি মারলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

আহত আজাহারকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজাহারের স্বজনরা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  মরদেহ উদ্ধার করে নারায়নগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন