Logo
Logo
×

সারাদেশ

ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান

প্রায় দুই দশক পর ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) রংপুরে তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি এই দুই জেলায় পৃথক জনসভায় অংশ নেবেন।

দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এ মঞ্চ থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

এরপর বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আরেকটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। এটি টাঙ্গাইল জেলায় তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা।

এই কর্মসূচিকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে জনসভাস্থল পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

টাঙ্গাইলের জনসভাকে ঘিরেও চলছে জোর প্রস্তুতি। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সার্বিক তদারকি করছেন। একাধিকবার সমাবেশস্থল পরিদর্শনের পাশাপাশি কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভাও করেছেন তিনি।

এর আগে গত ১১ জানুয়ারি টাঙ্গাইল সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়েছিল। দেশে ফেরার পর এটিই টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম সফর।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় উপস্থিত হয়েছিলেন তারেক রহমান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন