Logo
Logo
×

সারাদেশ

নির্বাচন সামনে রেখে ফরিদগঞ্জে অনুসন্ধান ও বিচারিক কমিটির সরেজমিন পরিদর্শন

Icon

ফরিদগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

নির্বাচন সামনে রেখে ফরিদগঞ্জে অনুসন্ধান ও বিচারিক কমিটির সরেজমিন পরিদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন, সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতকরণ এবং সার্বিক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে চাঁদপুর-০৪ (ফরিদগঞ্জ) আসনে সরেজমিন পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ বিচারক সবুজ হোসেন। এ সময় তাঁর সঙ্গে কমিটির অন্যান্য সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের একটি দায়িত্বপ্রাপ্ত টিম উপস্থিত ছিল।

পরিদর্শনকালে বিচারিক কমিটি ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ, জনসমাগমপূর্ণ বাজার, সড়ক এবং নির্বাচনীভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন। এ সময় তাঁরা নির্বাচনী পরিবেশ, প্রচারণার বর্তমান চিত্র, আচরণবিধি প্রতিপালনের অবস্থা, ভোটারদের স্বাভাবিক চলাচল এবং নির্ভয়ে মতপ্রকাশের সুযোগ রয়েছে কি না—এসব বিষয় সরেজমিনে যাচাই করেন।

পরিদর্শন চলাকালে বিচারিক কমিটির সঙ্গে থাকা সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। তাঁদের উপস্থিতিতে এলাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার অনুভূতি তৈরি হয়।

এ সময় বিচারিক কমিটি সাধারণ ভোটার, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। মতবিনিময়কালে ভোটাররা নির্বাচন ঘিরে তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও উদ্বেগের কথা তুলে ধরেন। বিশেষ করে অবাধ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিতকরণ, প্রভাবমুক্ত নির্বাচন এবং নির্বাচনি আচরণবিধির কঠোর বাস্তবায়নের ওপর জোর দেন তাঁরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন