Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে ছিন্নমূল মানুষের মাঝে প্রবাসীদের কম্বল বিতরণ

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

কুড়িগ্রামে ছিন্নমূল মানুষের মাঝে প্রবাসীদের কম্বল বিতরণ

শুক্রবার (৩০) জানুয়ারি কুড়িগ্রাম সিএন্ডবি ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাফলা (ইউএসএ)'র প্রবাসীদের অর্থায়নে অর্গানাইজেশন সেক্রেটারী রফিকুল হক রাজুর তত্ত্বাবধানে সওদাগরপাড়া, চর কুড়িগ্রাম, টেনারীপাড়া ও আলমপাড়ার দেড় শতাধিক ছিন্নমুল ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন-বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাসুম বিল্লাহ্ এবং সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, কালের কন্ঠের প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ প্রমুখ। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন