Logo
Logo
×

সারাদেশ

ফেনীতে জামায়াতের নির্বাচনী জনসভা শুরু

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম

ফেনীতে জামায়াতের নির্বাচনী জনসভা শুরু

ফেনীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই জনসভার আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সকাল থেকেই নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নেমেছে।

জনসভায় ইতোমধ্যে ১১ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বক্তব্য দিয়েছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। এ ছাড়া জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেবেন।

সকাল থেকেই জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতা-কর্মী ও সমর্থকেরা দলে দলে সমাবেশস্থলে প্রবেশ করছেন। অনেকের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও ঈগল দেখা গেছে। পাশাপাশি দলীয় মনোগ্রামসংবলিত টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার পরেও অংশ নিচ্ছেন নেতা-কর্মীরা।

জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান জানান, নির্বাচনী এই জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সব নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। জনসভা থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

তিনি জানান, জনসভায় ফেনী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী-২ আসনে ১১ দলীয় জোট থেকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং ফেনী-৩ আসনে জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিককে পরিচয় করিয়ে দেবেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাবেন তিনি।

এদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আজ ও আগামীকাল ফেনীর পাশাপাশি নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফরসূচি রয়েছে। এসব জেলায় বিভিন্ন নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন