জমি নিয়ে বিরোধে ভাতিজার টেঁটার আঘাতে বিএনপি নেতা নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে মাহমুদুল হাসান কামাল নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামাল আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য। তিনি ভিটাদিয়া গ্রামের মৃত হাজী খুর্শিদ উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা হলেন সাদ্দাম হোসেন, যিনি কামালের বড় ভাই জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই জালাল উদ্দিন ও মাহমুদুল হাসান কামালের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, জালাল উদ্দিন ও তাঁর ছেলে সাদ্দাম টেঁটা ও বল্লম নিয়ে কামালের পরিবারের ওপর হামলা চালান।
একপর্যায়ে সাদ্দামের টেঁটার আঘাতে কামালের মাথায় গুরুতর জখম হয়। একই ঘটনায় তাঁর ছেলে কাঁকনের হাতেও টেঁটা বিদ্ধ হয়। আহত অবস্থায় প্রথমে তাঁদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কামালের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান জানান, ঘটনার পর পুলিশ জালাল উদ্দিন ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে। প্রধান অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।



