রূপগঞ্জে শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন ব্যবসায়ী বাবুল ভূইয়া
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্থানীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন তারাব এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুস্তাফিজুর রহমান বাবুল ভূইয়া।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাব এলাকায় জামায়াতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক বিশেষ যোগদান অনুষ্ঠানের মাধ্যমে মুস্তাফিজুর রহমান বাবুল ভূইয়াসহ কয়েকশ অনুসারী নিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত নারায়ণগঞ্জ-০১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। তিনি নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। তারাব পৌর জামায়াতের কর্ম পরিষদ সদস্য খন্দকার আল আমিনের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল কাউয়ুম মাদানী।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা উত্তর শাখা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, তারাব পৌরসভা ৮নং ওয়ার্ড সভাপতি কাউসার হোসেন, স্থানীয় জামায়াত নেতা মোঃ হাসান, ইসমাইল হোসেনসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
প্রধান অতিথির আনোয়ার হোসেন মোল্লা বলেন, বাংলাদেশে বর্তমানে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা আকাশচুম্বী। দেশের শিক্ষিত ও সচেতন মানুষ আজ বুঝতে পেরেছে যে, একটি ইনসাফভিত্তিক সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতের কোনো বিকল্প নেই। শিক্ষিত সমাজ আজ দলে দলে জামায়াতের পতাকাতলে সমবেত হচ্ছে। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ জামায়াত বিপুল ভোটে জয়লাভ করবে এবং সরকার গঠন করবে। আজকে যারা যোগদান করলেন, বিশেষ করে বাবুল ভূইয়া সাহেবের মতো ব্যক্তিত্বের নেতৃত্বে তারাব এলাকা অচিরেই জামায়াতের অপরাজেয় ঘাঁটিতে পরিণত হবে।
নবাগত জামায়াতে যোগদানকারী মুস্তাফিজুর রহমান বাবুল ভূইয়া বলেন,আমি জামায়াতের কোনো সাময়িক সুবিধার জন্য আসিনি। এই দলের আদর্শ, কঠোর শৃঙ্খলা, নেতাকর্মীদের উচ্চ নৈতিকতা এবং দেশপ্রেম আমাকে মুগ্ধ করেছে। মূলত জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্যকে মনে-প্রাণে ধারণ করেই আমি আজ থেকে এই সংগঠনের সাথে পথচলা শুরু করলাম। জীবনের বাকি সময়টুকু মানুষের সেবায় ও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে চাই।
খন্দকার আল আমিন বলেন, এই যোগদান অনুষ্ঠান দীর্ঘ পরিশ্রম এবং দাওয়াতের ফসল। মুস্তাফিজুর রহমান বাবুল সাহেব একজন সচেতন ও সমাজসেবী মানুষ হিসেবে পরিচিত। তিনি জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে সহযোগী সমর্থক ফরম পূরণ করেছেন। তার এই যোগদান রূপগঞ্জে আমাদের সাংগঠনিক শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।
অনুষ্ঠান শেষে নবজাত নেতাকর্মীদের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। নির্বাচনের আগে বাবুল ভূইয়ার মতো প্রভাবশালী ব্যক্তিত্বের জামায়াতে যোগদান রূপগঞ্জের স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে।



