Logo
Logo
×

সারাদেশ

দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় জেলা সদর এটিম মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এ সফর ঘিরে জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে শুরু করেছেন।

জনসভা উপলক্ষে এটিম মাঠে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের মঞ্চ তৈরি করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি চেয়ারম্যান ও তাঁর সফর সঙ্গীদের নিরাপত্তার জন্য সবরকম প্রস্তুতি নিয়েছে।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, তারেক রহমানের আগমন ঘিরে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা নেতাকর্মীরা উজ্জীবিত ও আনন্দিত। জনসভা থেকে দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নওগাঁবাসীর সামনে তুলে ধরা হবে।

বিজন জেলা ও জয়পুরহাটের নির্বাচনী অঙ্গীকার পরিচয় করানো, দলের ধানের শীষ প্রার্থীদের পরিচিতি দেওয়া এবং নওগাঁর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এই জনসভার মূল লক্ষ্য। জেলা বিএনপি আশা করছে, দুই লাখের বেশি নেতাকর্মী ও সমর্থক জনসভায় উপস্থিত থাকবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন