Logo
Logo
×

সারাদেশ

হোমনায় নির্বাচনী সংঘর্ষে বিএনপির ২১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

Icon

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম

হোমনায় নির্বাচনী সংঘর্ষে বিএনপির ২১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লার হোমনায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের ২১৫ জন নেতা-কর্মীকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও হোমনার সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২২ জানুয়ারি বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ মামলা করা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় হোমনায় এটি প্রথম মামলা। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং এলাকায় আর কোনো ধরনের নির্বাচনী সহিংসতা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন