Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে তারেক রহমানের জনসভায় জনস্রোত

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

রাজশাহীতে তারেক রহমানের জনসভায় জনস্রোত

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পা রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেবেন। সকাল থেকেই মাঠে বিএনপির নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে। তারেক রহমানকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষও রাজশাহীতে এসে জড়ো হয়েছেন।

বেলা ১১টার দিকে মাদ্রাসা ময়দান ঘুরে দেখা যায়, মাঠের অর্ধেকের বেশি অংশ ইতোমধ্যে মানুষে পরিপূর্ণ। মাঠের আশপাশের এলাকাতেও বিপুল সংখ্যক মানুষ অবস্থান করছেন এবং শহরের বিভিন্ন এলাকা থেকে জনস্রোত ধীরে ধীরে মাঠের দিকে ছুটে আসছে।

সমবেত মানুষের প্রত্যাশা, এই জনসভা থেকে তারেক রহমান রাজশাহীর উন্নয়নের একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরবেন। কেউ চাইছেন সন্ত্রাসমুক্ত দেশ, কেউবা সাধারণ মানুষের নিরাপত্তা ও স্থিতিশীল জীবনব্যবস্থার নিশ্চয়তা।

সকাল থেকেই জনসভার মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থানীয় নেতারা এবং রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ১৩টি আসনের ধানের শীষের প্রার্থীরা।

দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি হজরত শাহমখদুম (র.) দরগা শরীফ জিয়ারত করবেন এবং এরপর সরাসরি জনসভায় যোগ দেবেন।

এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরা অংশ নেবেন। রাজশাহীর কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৩টায় তিনি নওগাঁর উদ্দেশে রওনা দেবেন। সন্ধ্যায় নওগাঁর এটিম মাঠে আয়োজিত আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

নওগাঁর জনসভায় জয়পুরহাটের নেতাকর্মীরা অংশ নেবেন। পরে তিনি বগুড়ার পথে যাত্রা করবেন এবং রাত ৮টার দিকে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন। বগুড়ার জনসভায় পাবনা ও সিরাজগঞ্জের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দলীয় প্রধান হিসেবে এটি তাঁর প্রথম সফর। এই সফরকে ঘিরে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা বলছেন, এই জনসভা থেকে তিনি এ অঞ্চলের মানুষের কাছে নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চাইবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন