Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা কর্মচারীকে পিটিয়ে জখম

Icon

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম

রূপগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা কর্মচারীকে পিটিয়ে জখম

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে সরকারি প্রচারণামূলক লিফলেট বিতরণকালে পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চনপাড়া বটতলা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় যুবদল নেতা রতন, নোরা ও বারেকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার কর্তৃক প্রকাশিত ‘হ্যাঁ’ ভোটের প্রচারণামূলক লিফলেট বিলি করার জন্য পল্লী বিদ্যুতের জনৈক কর্মচারী জাহিদ চনপাড়া বটতলা মোড়ে অবস্থান করছিলেন। এসময় পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় যুবদল নেতা রতন, নোরা এবং বারেকের নেতৃত্বে একদল যুবক তার ওপর চড়াও হয়। তারা লিফলেট বিতরণে বাধা দেয় এবং ওই কর্মচারীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তাকে এলোপাথাড়ি মারধর ও হামলাকারীরা ওই কর্মচারীর কাছে থাকা বিপুল পরিমাণ লিফলেট ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়।ঘটনার পর ভুক্তভোগী কর্মচারী দ্রুত নিরাপদ স্থানে সরে গিয়ে বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে রূপগঞ্জের কায়েতপাড়া ও চনপাড়া এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় টহল জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

ভুক্তভোগী পল্লী বিদ্যুৎ কর্মী জাহিদ বলেন,আমি আমার ওপর সরকারি দায়িত্ব পালন করছিলাম। সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেওয়ার সময় হঠাৎ রতন ও তার সাথে থাকা আরও কয়েকজন এসে আমার কলার চেপে ধরে। তারা বলতে থাকে'এখানে এসব লিফলেট চলবে না'। আমি বোঝানোর চেষ্টা করলে নোরা ও বারেকসহ বাকিরা আমাকে কিল-ঘুষি মারতে শুরু করে এবং আমার হাতের সব কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

পূর্বাচল পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মনির হোসেন বলেন, একজন বিদ্যুৎ কর্মী কেবল সেবা নয়, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও পালন করেন।চনপাড়ায় আমাদের কর্মীর ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ইতিমধ্যে বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এতে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সবজেল হোসেন বলেন,পল্লী বিদ্যুতের লোক ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফটের বিতরণ করার সময় যুবদলের লোকদের তোদের মুখে পড়েছে শুনেছি। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন