Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম

শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর থানার অন্তর্গত ভবানীপুর ইউনিয়নের রাণীরহাট–চান্দাইকোনা গামী পাকা সড়কের দক্ষিণ পাশে ভবানীপুর ইদগাহ মাঠ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা আসামি পলাতক রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার দিকে শেরপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো—বেলগাড়ী গ্রামের মৃত আবু শামার ছেলে মো. সবুজ (২৬), ভরমোহিনী নজরুল সরকারের ছেলে মো. রাসেল (২৬), ধামাইনগরের সাহেব আলীর ছেলে মো. সেলিম উদ্দিন শেখ, খোদাদপুর গ্রামের মৃত মাসুদ আলী শেখের ছেলে এ মান্নান (৫৫), মাছূয়াকান্দি গ্রামের শাহাজাহান ফকিরের ছেলে  মো. সোহেল রানা (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।

এ ঘটনায় শেরপুর থানায় দণ্ডবিধির ৩৯২ (ডাকাতি) ও ৪০২ (ডাকাতির প্রস্তুতি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন