Logo
Logo
×

সারাদেশ

হাতপাখায় ভোট দিলে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি মিলবে : চরমোনাই পীর

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

হাতপাখায় ভোট দিলে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি মিলবে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে। যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনের নির্বাচনী প্রচারণায় আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

মুফতি রেজাউল করিম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একটিই প্রতীক রয়েছে। সেটি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক। যারা ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন এবং ইসলামের শাসন প্রতিষ্ঠা দেখতে চান, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, নীতি ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণের পক্ষে ভোট দিতে হবে। প্রকৃত বিজয় তখনই হবে, যখন ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে।

অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ইসলামি অনুশাসনে দেশ পরিচালনা না করলে আন্দোলন-সংগ্রামের প্রয়োজনীয়তা থাকে না। ত্যাগ ও প্রাণহানির মধ্য দিয়ে অর্জিত পরিবর্তনের প্রকৃত অর্থ তখনই থাকবে, যখন ইসলামী আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত হবে।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাহজাহান মিয়া। সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান, কুড়িগ্রাম-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নুর বখত, জেলা নেতা আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিকেলে মুফতি রেজাউল করিম কুড়িগ্রাম-১ আসনের নাগেশ্বরী এবং কুড়িগ্রাম-৩ আসনের উলিপুরেও পথসভা ও জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন