শেরপুর পৌর শহরে প্রতিমা বিসর্জন শোভাযাত্রা ঘিরে সংঘর্ষে আহত ১
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুর পৌর শহরে প্রতিমা নিয়ে ‘গস্ত’ (শোভাযাত্রা) দিতে যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লুমন ঘোষ (২৭) নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে পৌর শহরের সকাল বাজার ঘোষপাড়া এলাকায়, আহত লুমন ঘোষের নিজ বাড়ির সামনে। তিনি ওই এলাকার কানাই লাল ঘোষের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা নিয়ে শোভাযাত্রা নিয়ে বের হন। শোভাযাত্রাটি পৌর শহরের গরু হাটখোলা মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে তিন যুবক দ্রুতগতিতে ভিড়ের মধ্যে প্রবেশের চেষ্টা করেন। এতে শোভাযাত্রায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
মোটরসাইকেলে থাকা যুবকরা হলেন—শিশুপার্ক এলাকার আতিক, অপূর্ব ও বিশাল। এ সময় লুমন ঘোষসহ শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন তাদের বাধা দেন এবং সাবধানে চলাচলের অনুরোধ জানান। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
অভিযোগে বলা হয়, ওই তিন যুবক ঘটনাস্থল ত্যাগ করে স্থানীয়ভাবে মিথ্যা প্রচার করেন যে, লুমন ঘোষের নেতৃত্বে তাদের মারধর করা হয়েছে। পরে রাত আনুমানিক ১২টার দিকে লুমন ঘোষ তার বাড়ির সামনে একা অবস্থানকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা লুমনের মাথার চারটি স্থানে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার পায়ে আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, মাথার চারটি গভীর ক্ষতে মোট ১৫টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত লুমনের মা শেফালী রানি ঘোষ বাদী হয়ে বন্ধন, বিশাল, অপূর্ব, জয়, বিশ্ব, আতিক, দুর্যয়, বিজয়, উৎসব ও পদ্ধসহ মোট ১০ জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত বন্ধন ও অপূর্বের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে এবং বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



