Logo
Logo
×

সারাদেশ

ইটনায় ফজলুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

ইটনায় ফজলুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের কৃষক দল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের শিমলা বর্শিকুড়া বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরগাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুতিফ মোল্লা। পাশাপাশি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী এবং প্রায় চার শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ‎কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এ.কে.এম ওয়ালিউল ইসলাম রাসেল, বাদলা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাফিজুল হাসান, যুগ্ম আহবায়ক মো. শফিকুল ইসলাম, বাদলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি উজ্জ্বল শেখ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো মুজাহিদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ মাহফিল আয়োজনের ব্যাপারে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এ.কে.এম ওয়ালিউল ইসলাম রাসেল বলেন, ভৈরবে তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন আমাদের ভাটি মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান। পরে তাকে পরে তাকে বাজিতপুর উপজেলার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তিনি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের কাছে ফিরিয়ে আনুন, জনগণের খেদমত করার সুযোগ দিন- এ কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ইটনা থেকে ভৈরবে তারেক রহমানের জনসভায় যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। পরে তাকে জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন