বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব
বগুড়া অফিস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) শিক্ষার্থীদের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতেই প্রতিষ্ঠানটির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসবকে ঘিরে মেলায় ১৩টি স্টলে সাজানো হয় হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠা। দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন- প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত বলেন, পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পায়। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ চিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রতিষ্ঠান প্রাঙ্গণ আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে। পিঠা উৎসবে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



