Logo
Logo
×

সারাদেশ

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) শিক্ষার্থীদের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতেই প্রতিষ্ঠানটির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবকে ঘিরে মেলায় ১৩টি স্টলে সাজানো হয় হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠা। দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন- প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত বলেন, পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পায়। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ চিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রতিষ্ঠান প্রাঙ্গণ আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে। পিঠা উৎসবে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন