বগুড়ায় আলোচিত তুফান সরকারের ভাই সোহাগ সরকার গ্রেফতার
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই, তিনটি হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ সরকার (৪৩) ফের গ্রেফতার। র্যাব-১২ বগুড়ার একটি বিশেষ দল মঙ্গলবার ভোরে শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সোহাগ সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার বাসিন্দা ও মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকার এবং শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই।
এর আগে ২০২৪ সালের ২ ডিসেম্বর তিনি নিজ বাড়ি থেকে গ্রেফতার হয়েছিল। পরে জামিনে মুক্ত হন।
পুলিশের তথ্য অনুযায়ী, সোহাগ সরকারের বিরুদ্ধে ৫ আগস্টের পর দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া এর আগে আরও একটি হত্যা মামলা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত বিস্ফোরক ও অন্যান্য একাধিক মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সোহাগ সরকারকে গ্রেফতার করা হয়েছে। তাকে বগুড়া সদর থানাধীন চকসুত্রাপুর চামড়ার গুদাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারের পর সোহাগ সরকারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



