ছবি : সংগৃহীত
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) রাতে শেরপুর উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
তবে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। উদ্ধার করা মদ ও সরঞ্জামসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে চলমান নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে শেরপুর সেনা ক্যাম্পের মেজর শাহরুখের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে তাঁদের কাছ থেকে ১২ বোতল দেশীয় মদ এবং মদ তৈরির জন্য ব্যবহৃত প্রায় দুই হাজার নতুন খালি বোতল উদ্ধার করা হয়।



