Logo
Logo
×

সারাদেশ

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ছাত্রলীগের সাবেক নেতা অপু গ্রেপ্তার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ছাত্রলীগের সাবেক নেতা অপু গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জের হোসেনপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে পৌর এলাকার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আল আমিন অপু হোসেনপুর পৌর এলাকার মুর্শিদ উদ্দিনের ছেলে। তিনি হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং সাবেক হোসেনপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন ছাত্রলীগের এই নেতা। তার বিরুদ্ধে গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ওপর ভিত্তি করে পৌর এলাকার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন